Rules and Regulation

Rules and Regulation

দিনাজপুর সরকারি কলেজ বাংলাদেশের উত্তর জনপদের একটি প্রাচীন ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। বাংলার অন্যান্য অঞ্চলের তুলনায় বরেন্দ্র অঞ্চলের সাধারণ মানুষ শিক্ষা-দীক্ষা, সংস্কৃতি, খেলাধুলা ও ব্যবসা - বাণিজ্যে পিছিয়ে ছিল । ভূতাত্বিক তালিকা অনুযায়ী প্লায়োষ্টেসিন পিরিয়ড - এ বরেন্দ্র ভূমির বৃহত্তর দিনাজপুর জেলায় যে কলেজটি শিক্ষার আলো ছড়িয়ে দিতে সর্বপ্রথম প্রতিষ্ঠিত হয়েছিল, সেটিই বর্তমানে দিনাজপুর সরকারি কলেজ। এঁকে বেঁকে চলা পুনর্ভবা নদীর পূর্ব তীরে দিনাজপুর শহরের উত্তর প্রান্তে কোলাহল মুক্ত সুইহারী এলাকায় এক মনোরম পরিবেশে এই কলেজের অবস্থান ।